আমি ছাড়া সব ভালো। সব ভালো
আকাশ ভালো, বাতাস ভালো।
গঙ্গার জল ভালো।
আমি শুধু মন্দ হলাম।
আমি শুধু অশুদ্ধ হলাম।


আমি ছাড়া সব ভালো। গাছ ভালো
গাছের ছায়া ভালো।শাখা প্রশাখা।
ফুল হওয়া যায়
দোল খাওয়া যায়।
আমি শুধু মরে গেলাম।ভূমি থেকে।


আমি শুধু নষ্ট হলাম।ধূলো ময়লায়।
বইয়ের পাতার মতো ছিঁড়ে গেলাম।
অবহেলায়,চিলেকোঠায়।
আমি শুধু নষ্ট হলাম অবহেলায়।


আমি ছাড়া সব আদরের।সব আদরের
পোষা কুকুর, বিড়াল ছানা।
খাঁচায় পোষা টিয়া ময়না।
আমি শুধু আদরের চেয়ে বৃথা কাঁদলাম।
 কেঁদে কেঁদে অন্ধ হলাম।


আমি ছাড়া সব  প্রিয়। সব প্রিয়।
শাড়ি, পেটিকোট, ব্রা, ব্লাউজ
শাঁখা,সিঁদুর।
ঘরের আয়না, ফুলদানী।
আমি শুধু প্রিয়, থেকে অপ্রিয় হলাম।


আমি ছাড়া বুকে উপর খেলে হাজার প্রিয়।
হাজার তারা বুকে ফোটে।
জোৎস্না খেলে।
আমি শুধু মেঘ হয়ে যাই।
প্রেমিক বলে।প্রেমিক বলে কষ্ট হলাম।