-  মন।মন। ঐ মন কোথায় গেলি?
- এই তো আমি।
-আজ কাল বেশ ঘোরাঘুরি  করিস।
দেখি দেখি হাতে কি?
মন আমার দিলো ছুট।দৌড়ে ধরে,
-বেশ পাঁকা হয়েছিস না? বি প্লাস এ।বাহঃ নিচে
আবার হৃদয়ের প্রতীক।
কান মলে,
-ও মেয়েটির পেছনে,ঘুরঘুর করিস কেন?
- ওর ভিতরে ঢুকবো।তাই।
-কেন  বলো তো বাছা শুনি?
-ভালোবাসা খাবো।
- ঐ বোকা ভালবাসা কি খাওয়ার জিনিস?
ধীরেন কাকার দোকানের তক্তি বিস্কুেট রে?
-  হা হা হা।হা হা হা।
-বোকার মতো হাসিস কেন?
-দাদা তোমার কথা শুনে।কি খেয়ে বাঁচি, তুমি জানোনা।হা হা হা।
-ঐ চুপ।
-দাদা তোমার ভালোবাসা খেয়ে তো বেঁচে আছি।
নইলে কবে....। মরে ঐ তেঁতুই গাছের মগ ডালে
- বড় জ্ঞানী হয়েছো বাছা।
-আঠার তে পরেছি। তোমার অতটুকু ভালোবাসায়
পেট পুরে?
- যা পেটুক কোথাকার।
-তুমি দেখেছো কত্ত বড় হয়েছো।নাইতে শিখেছো,
গাইতে শিখেছো।বলতে শিখেছো।ফুলের ঘ্রাণ নিতে
শিখেছো।
-হুম..ম। বেশ বলা শিখেছো তুমি।আরে কোথায় গেলি।মন। মন। ঐ মন।কোথায় গেলি। মন......
মন খোঁজি। কোথায়ও নেই।
বাবনীর সামনে যখন দাঁড়ালাম,
মন আমার।বাবনীর ভেতর থেকে, হাসতে হাসতে
বললো,
-কৈ খোঁজ আমাকে এই তো আমি।বুকে জড়িয়ে
ধরো বুঝতে পারবে।বেশ আছি অনেক ভালোবাসা
খাই।