সত্যিকারের বন্ধু এখন মিলেনাযে আর।
স্বার্থছাড়া ব্যার্থ সবি দেখছি চারিধার।।

স্বার্থের লাগি গড়ে বন্ধু
স্বার্থের লাগি ছাড়ে।
স্বার্থ ফুরাইলে তখন বন্ধু
কাছে নাহি ভিড়ে।

আপন স্বার্থ ছাড়া কিছু
বুঝে নাতো আর।
স্বার্থপরে ভরে গেছে
জগৎ সংসার।।

সত্যিকারের বন্ধু এখন মিলেনাযে আর।
স্বার্থছাড়া ব্যার্থ সবি দেখছি চারিধার।।

আপন স্বার্থ সিদ্ধির জন্য
নেয়যে টেনে কোলে।
স্বার্থে একটু ঘটলে ব্যাঘাত
মুহুর্তেই দেয় ঠেলে।

ওরে ঘুরে ঘুরে খুজে বেড়াই
কি দোশ আছে তার?
পাইলে ত্রুটি নাইরে ক্ষমা
ছড়াই চারি ধার।

সত্যিকারের বন্ধু এখন মিলেনা যে আর।
স্বার্থছাড়া ব্যার্থ সবি দেখছি চারিধার।।

আড়ি পাতা কথা কিন্তু
বাস্তবে সব মিলেনা
কিছু কথা মিলতে পারে
বেশির ভাগ-ই ছলনা।

না বুঝিয়া করোনা আর
কান কথায় কান ভার।
দিনে দিনে সত্রু কিন্তু
বাড়বে চারি ধার।

সত্যিকারের বন্ধু এখন মিলেনাযে আর।
স্বার্থছাড়া ব্যার্থ সবি দেখছি চারিধার।।
তারিখ :১১/০৪/২০১৮ ইং
বুধবার রাত ৯:৫০ মিনিট।

আমার বানানের প্রচুর ভুল হয়। সুধরাইয়া দিলে খুশি হবো ইংশা-আল্লাহ।