দিদি আমি পেয়েছি,
হয়তো রক্তের নয় কিন্তু রক্তেরই মতন,
হয়তো কাছে থেকে নয় দূর থেকেই সে আমাকে করে আদর-যতন।
দিদি যে আমার মানিক রতন।


দিদির হাসিতে আমি হাসি,
দিদির ক্রদনে আমি অশ্রুজলে ভাসি।


দিদি হয়তো জানেনা তার ভাই
তার জন্য কবিতা করেছে রচনা,
হয়তো একটু পরে দেখবে,জানবে,
তখন দিদি তার ভাইয়ের করিবে বন্দনা।    
    
তোর কাছে অনুরোধ দিদি একটা রে,
ভুলিস না কোনদিন আমারে,
জানি এ ধরনীর সবার কাছে আমি অপরাধী হলে,
তুই বিশ্বাস করবি দিদি,
আমি নয় অপরাধী ।