তোমার শহরে আমি ভুল পথে হাঁটি
হেঁটে হেঁটে পৌঁছে যাই ঠিক।
তোমার শহরে আমি দিক হারা -- তোমার গলি দিয়ে যখন হাঁটি কেবল ভুল মনে হয়
তবু পৌঁছে যাই।
তুমি পূর্ব দিকে হাঁটলে পশ্চিম দিকে পৌঁছাই
তবু পাশাপাশি হেঁটে হেঁটে নদীতে যাই
দিকহারা আমি তোমার দিকে ঘুরেফিরে আসি।
তোমায় পাখি কাশবন এমনকি নদী মনে হয়,
তোমার নদীও আমার বিপরিতে বয়।
তার পরেও আমি নৌকা নৌকা খেলি
উজানে ভাসি আর তোমার ভাটিতে
খালি পায়ে হাঁটি
হেঁটে হেঁটে পৌঁছে নৌকা  তোমার ঘরে
বেভুল পথে হাঁটে নৌকা ভুল শহরে।