মৃন্ময় জাতকের স্তব্ধ নির্বন্ধ জানা গেলে
মুখে পুরে নিয়ো একটি সুপক্ব জলপাই,
পাললিক পাত্রে বপিত হোক মহীরুহ বীজ
যাবতীয় শব্দ নিষিদ্ধ রেখে সমর্পিত হোক স্তব্ধে।
আক্ষেপ নেই, ক্ষন নেই, অপেক্ষা আর--
শীত ঘুম থেকে জেগে উঠবে সবুজ রোদ,
অলিভের কচি পাত নিঃস্পাপ রোদ মেলে দিবে রোদের তলে, মেঘের দিকে আকাশের মত,
পাপ অথবা প্রেম নিয়ে জেগে রবে তুমি
নিরন্তর ঘুমের কোলে।
গোপন পীড়া গুলি শুষে নিবে অলিভ
তুলে দিবে থোকা থোকা প্রেম,
ঝড়াবে শোক জমা পাতা শীতের রাতে
সহস্র পাতা ঝড়ে গেলে তবে শোধ হবে মৃত্তিকা ঋণ।
কোন শীতল সকালে তোমার বালিকা দুহিতা
এসে দাড়ালে তোমার দক্ষিন পাশে অলিভ তলে,নিঃশব্দে---
নির্লিপ্ত মুখ-চোখে, হাহাকার সবুজ বুকে
ধীর খোলা পায়ে প্রার্থনা আবৃত্তির বাহানায়।
কপালে ছুয়ে দিয়ো তার পবিত্র হাওয়া
শাখা সদৃশ হাত ঝুকে দিয়ো মাথার পরে।
দ্বিধা, ইতস্তে পেড়ে দিয়ো আলগোছে
দুটি সুপক্ব অলিভ তোমারি দুহিতার পথে।
তোমার স্পর্শ হাতে নিয়ে ফিরে যাবে সে
ফিরে যাবে পিতার আআর্শীবাদ নিয়ে।