তোমারে চিনে নিতে নিতে একটি উজ্জ্বল
কমলা রংয়ের বাড়ির ভিতর ডুবে গেছে
সমস্ত সংসয়।তুমি দাড়িয়ে ছিলে একটি
মেরুন ঘোড়ার ছায়ায়। বাতাসের প্রলাপ
শুনে সে শিখায়েছে তোমারে হ্রেষার
কারুকলা, তোমার গলা বেয়ে নেমে গেছে
রৌদ্রময় কেশর ঝালর। এ দৃশ্যের আড়ালে
পড়ে আছে আমার মোহরাঙ্কিত শপথনামা
যেন তোমার দৃষ্টি বেয়ে উঠে গেল সুগন্ধি
কাঠের সিড়ি, আর আমি গুনে গুনে অন্ধ
প্রায় এক বর্ণান্ধ মেকুর, পৃথিবীর সব রং
দুধের পেয়ালায় নিয়ে বসে আছি।তৃষ্ণা আর
পরিতাপে ভরে আছে অস্তায়মান ঝুলবারান্দা
সেখানে লাফানোর ভঙ্গি নিয়ে বসে আছে
আমার একান্ত মেকুর তুমি ইসারায় এঁটোকাঁটা ছুড়ে দিলে ঝাপ দিবো জন্মান্তরে।