আমাদের পানি তোমাদের রক্তে হলো জল
তোমাদের জল আমাদের রক্তে হলো লাল
আমাদের এপার অথবা তোমাদের ওপার
এখানে পোড়ে মন্দির ওপাড়ে মসজিদ ঘর
একই নদী বহে তুমি জানো গঙ্গা আমি মানি পদ্মা
এখানে ওখানে মানুষের হাহাকার মানুষ বড় একা
কয়েনের দুই পিঠে কে লঘু আর কে গুরু পাপি
দৈবচয়নের সংকটে পড়ে হামেশা ত্রাসে কাঁপি
কারো পাতে পড়ে শিরনী কারো থালে ক্ষীর
কতকত বেলা শূণ্য থালা তুমি আমি ফকির
বুলেটের রং একই থাকে, হয় নাকো গেরুয়া অথবা নীল
রক্তের রংয়ে চেনা যেত যদি কে ফোরকান আর কে অনিল
সমান দূরত্বে মৃত্যু ছুটে আসে আমাদের বুকেতে গুলি
ব্যালটে ব্যালটে রক্তের সিল মারা আমাদের চোখে ঠুলি
কান্নার ভাষা সমানে সমান হারানোর বেদনা একই
মানুষ বড় কাঁদছে মানুষের পাশে থাকি --মানুষ একাকি।