মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যখন সে আবেগ নিয়ে ভাবে,
তখন সে তার বাস্তবতা কে বুঝতে শিখে !
এই ভাবাটা সব সময় কেউ ভাবতে পারে নাহ আর এই বাস্তবতা টা ও সহজে বোঝা যায় নাহ !
প্রতিটি মানুষের জীবনের সাথে কষ্ট শব্দটি জরিয়ে আছে ! সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে ! কিছু কিছু মানুষ তার এই কষ্ট গুলো চেপে রেখে হাসি মুখে সময় পার করে দেয়, তার কষ্ট গুলো প্রকাশ করার ভাষা থাকেনা ! আর কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট সহ্য করতে পারে নাহ, পারে নাহ তার কষ্ট গুলো ধরে রাখতে, চোখের জলে ভেসে যায় দুই চোখ !
তবে আমি মনে করি বাস্তবতা টা বোঝা এত সহজ নয় ! বাস্তবতা টা কে বোঝার জন্য কষ্ট দরকার !
আর ''আমি তোমাকে ভালবাসি'' এই কথাটা হাজার বার বললেই সেটা ভালবাসা হয় নাহ ! ভালবাসা হচ্ছে এমন এক জিনিস যেটা কখনও তাকে বলা যায় নাহ ! বার বার তার সামনে যেয়ে বলতে চাইলে ও সামনে গেলে মুখ দিয়ে বের হয় নাহ ! আমি এটার বাস্তব স্বীকার ! এই জিনিস টা শুধু অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় নাহ ! এটাই হচ্ছে আসল ভালবাসা ! এটা কোন প্রেমিক প্রেমিকার জন্য নয় ! প্রেমিক প্রেমিকা সারা যারা আসে তাদের জন্য এটা হয়ে থাকে... আমি এটার অনেক বাস্তব প্রমান পেয়েছি !
আমি একজন কে অনেক ভালবাসি কিন্তু আমি কখনও তাকে কথাটা মুখ ফুটে বলতে পারিনি ! সামনে যেয়ে বলতে পারিনি আমি তোমাকে অনেক ভালবাসি মা
এই কথাটা আমার ধারনার সাথে ৮০% মিলে যাবে ...।।
অনেক কথা লিখে ফেললাম !
কেউ কখনও মার মনে কষ্ট দিয়েন নাহ
বলে নয় ভালবাসাটা মন থেকে হয়ে যায় ! শুধু অনুভব করতে পারি আমি কিন্তু কখনও মুখ ফুটে বলতে পারিনি
তোমাকে অনেক মিস করি মা
অনেক অনেক ভালবাসি তোমাকে ম...।।


www.facebook.com/maa2mayvalobahsi