মেয়েটিকে বড় বিষণ্ণ মনে হলো
তৃষিত হৃদয়ের অভীপ্সা না বুঝেই    
প্রেমিক ছেড়ে চলে গেছে রাতে ।
সংযত প্রেমের অভ্যন্তরে যে শোভন বনানী রয়েছে
তা সে চায়নি কখনো ।
হৃদয় বলছে তার কোথায় রয়েছো প্রিয়তম ?
কেন ছেড়ে গেলে এই রাতে ?
হৃদয়-তন্ত্রীতে তার নিদ্রাহীন অশান্ত মশার মতো
বেদনা জেগে আছে ।
ফুলগুলি ঝরে গেছে
বৈধব্য যন্ত্রণা নিয়ে বিবর্ণ মালিকা ।
অশ্রু ঝরে বালিশে বালিশে
নিরাশার শুষ্ক বালুচরে লুটিয়ে পড়ে কৌমার্যের শিখা ,
কেন যে এমন হলো বোঝেনি তার কোমল হৃদয় ।
বুঝেছে সে কুসুম সুবাস নয়
তার প্রেমিকও মাংসের গন্ধ ভালোবাসে ।
জোনাকির মতো প্রেমের নিরুত্তাপ স্নিগ্ধ আলোক নয়
উল্কার প্রচণ্ড আলোকের মতো উদগ্র কামনার বুকে ধরা দিতে চায় ,
সরসীর স্বচ্ছ জলে বিম্বিত আকাশ দেখেনি ।


*************************************