শান্তি জীবনে আছে গোপনে গভীরে কোথাও
কোথায় কেমন করে বয়ে যায় সে নদীর জল
খবর রাখেনি কেউ , দূর থেকে শুনে তার ধ্বনি
ঢেউ তার গায়ে লাগে জলের দাগ হৃদয়ে রাখেনি ।


যে জীবন শালিকের সে জীবন মরে যায় জানি না কখন
অনেক দূরের দেশে  শান্তি নদীর জল বলে বারংবার
চাওয়াকে সংবৃত করো , ভুলে যাও উদ্ধত আকাশের লীলা
মানুষ এখানে আজ শুয়ে আছে পরিধানে রাত্রির মেখলা ।


এখন এখানে রোদ , নিরন্তর ছায়া খোঁজে মানুষ নিদাঘে
রোদের বুকেও কোথা দেহে মনে  তটিনীর ঢেউ গায়ে লাগে
অনেক পাওয়ার পরে মানব জীবনে শুধু শোনা যায় যন্ত্রণার স্বর
তখনো সেখানে রোজ জীবনসংগ্রামে মশা সব জেগে থাকে বুকের উপর ।


**************************************