সংসারে সব সইতে হয়
পরনিন্দা পরচর্চা বিপদের ইঙ্গিত-বাহী ঝড়ের বারতা
হৃদয়হীন ধনীর কোটি প্রগলভতা ।
মাংস কৃমি রক্তের ভিতরে থাকা বিষ
অজান্তেই পান করতে হয় ,
মানুষ জানে ,"যে সয় সে রয় ।"
এক উজ্জ্বল প্রভাতের স্বপ্ন নিয়ে
কলুর বলদের মতো সংসারের ঘানি টানে ।
সঙ্গম-ক্লান্ত কুকুরের মতো মুখ দিয়ে লালা ঝরে
ছেড়ে যেতে পারে না ,
মনে করে বেশ আছি
সব সয়ে গেছি ।


ক্লান্ত ঊরুর ভাঁজে রজঃস্বলা নারীর কষ্টের মতো
ধীর পায়ে নামে অন্ধকার ।
তবু সংসারে সব সইতে হয় ।


***********************************