সাগরের উত্তাল তরঙ্গগুলি তটভূমি করে না চুম্বন
উড়ন্ত পাখির মতো আকাশের ডানা কোথায় গিয়েছে যেন থেমে
পৃথিবীও হারিয়েছে সবুজের ভাষা ,
মানুষ বোঝেনি আজও পৃথিবীর বুকে তার
বার বার কেন ফিরে আসা ।
সবুজের সমারোহ শেষ হয়ে গেছে কবে
পুড়ে গেছে সবুজ বনানী
হরিণ খায় না ঘাস
করুণ দৃষ্টি মেলে শুয়ে আছে সহস্র হরিণী ।
চলচ্ছক্তি-রহিত যেন মানুষের সুকুমার-বৃত্তিগুলি
উদ্ধত মরুর বুকে শুয়ে
ভুলে গেছে সবুজের ভাষা .
নিরাশার জ্যান্ত বাহুতে বন্দী হয়ে কেঁদে মরে
অঙ্কুরিত বীজের অগাধ প্রত্যাশা ।


**************************************