গণিকাদের ক্লান্ত নিতম্বে ভর দিয়ে সকাল আসে
তাদের কোলাহলে মুখরিত হয়
বীরুদার চায়ের দোকান ।
ওরা সকালেও রাতের স্বপ্ন দেখে ,
দেহের প্রতিটি ভাঁজে লেগে থাকে কামনার বলিষ্ঠ প্রহার
নিশীথের জান্তব ইশারা ।
বণিক পৃথিবীর বুকে দাপাদাপি করে যারা
তাদের পকেট ভর্তি টাকায়
ওরাই মাধুরীর মতো সুন্দরী গণিকার কাছে আজও যায় ।
আমাকেও ডেকেছে সে গণিকার বেশভূষায়
উগ্র কলরোলে ,
দেখেছে সে এ হৃদয় ঘাস হবে বলে
বণিক পৃথিবীর চোয়াল ভেঙ্গে বেরিয়ে এসেছে
গণিকার ক্লান্ত ওষ্ঠে সান্ত্বনার প্রলেপ দিয়েছে ।


এ হৃদয় ঘাস হবে মাধুরী ,
সেই ঘাসের বুকে বসে এক উজ্জ্বল সকালের গল্প বলে যাবি
বড় শোনার সাধ ।


***********************************