ধর্মান্ধতায় দিকে দিকে আজও ভাসে
মানুষের যন্ত্রণার স্বর ,
কেউ  শোনে কারো বা শোনার নেই অবসর ।
যন্ত্রণার সেই স্বর প্রতিধ্বনি নিয়ে ভেঙ্গে যায়
মন্দিরে মসজিদে গির্জায় ।
জন্মের পরেই মৃত্যু অবহিত হয়েছে মানুষ
তবু দেখি হৃদয়ের তলদেশ থেকে উৎসারিত
অন্ধ আবেগে ভেসে চলে তারা ,
আকাঙ্ক্ষার দুর্নিবার স্রোতে ।
মানুষকে ভালোবেসে শান্তি নিরবধি
ধর্মান্ধের বিষাক্ত নিঃশ্বাস সেইখানে না মেশা অবধি
অধর্মের হবে না বিলয় ;
জগদ্দল পাথরের মতো বুকে চেপে থেকে যাবে
ঈশ্বরের নামে মানুষের স্বার্থের সঞ্চয় ।


মানুষের শোকাশ্রু মুছে দিয়ে
ধর্মের ধ্বজাধারী মানুষ হয় যদি ,
সাগরের লোনা জলে সেদিন আর মিশবে না
পৃথিবীর দুর্বিনীত নদী ।


************************************