নাচো আমার কন্যা ,
পৃথিবীর শত শত উন্মাদিনীর গর্ভপাত দেখে
শত শত কামুকের পৈশাচিক উল্লাস আর
হৃদয়বেদনা গায়ে মেখে নাচো ।
রোম নগরী পুড়ছে দেখেও নীরোর মতো
তুমি বীণা বাজাতে পারবে না
শুধু উলঙ্গ হয়ে নাচো ।
মানুষকে জানতে দাও পৃথিবীর সব ধূলিঝড়
গায়ে মেখে আজও তুমি রয়েছ অনড় ।
আমি নাচতে পারি না ,
পা দুটো ভেঙ্গে গেছে দৃষ্টিশক্তি কম
হৃদয়ও হয়েছে জখম
তবু আমি পৃথিবীর শত শত উন্মাদের বুকে রেখেছি কলম ।
শত শত উন্মাদিনীর গর্ভপাত দেখে
হয়েছি বেদনা-বিহ্বল
শুধু নাচতে পারি না ।
নাচো আমার কন্যা
পৃথিবীর ভয়াবহ দৃশ্য দেখে নাচো ।


***************************************