সেদিন উড়ন্ত চিলের ডানায় স্তব্ধ ছিল
তোমার বাঙ্ময় উদ্ভিন্ন যৌবন ,
দুরন্ত ঝড়ের বুকেও খেলা করেছিল ।
এখনো মাঝে মাঝে তার গন্ধ পাই ;
তখন তোমার মুখে গভীর রাতের মতোই
বিস্রস্ত কেশদাম থমকে গিয়েছিল
তারও গন্ধ ভেসে এসে লাগে এই পাহাড়ের গায়ে ।
বর্ষণোন্মুখ মেঘগুলি বৃষ্টি ঝরাতে এসে
থেমে গিয়েছিল দুটি চোখে ;
স্তব্ধ গম্ভীর বিষাদের মাঝে ব্যর্থ হয়েছিল
আমাদের মিলনের ভাষা ।
আজও বড় বেশি তার গন্ধ পাই ।


************************************