আবির্ভূতা হও সারদা আমার
করো মা করুণা অধম সন্তানে ,
কালের গর্ভে আমি লিখে রেখে যাবো
জীবনের প্রথম কবিতা ।
আমি কবি নই
আজও আমি লিখিনি কবিতা ।
কবি তো সাধক
কবিতা সাধনার ধন
তা অনুবাদ হয় না কখনো ।
দাও মাগো বর
লিখে রেখে যাবো আমি পৃথিবীর মানুষের গায়ে কেন জ্বর ।
কেটে গেল বেলা
এতদিন যা করেছি সেতো শুধু জীবনের কাটাকুটি খেলা ।
কবিতা লেখার বড় সাধ
আজও দেখি হৃদয়ে আমার তীর নিয়ে অট্টহাসি করে
রিপুগুলির নিষ্ঠুর নিষাদ ;
ওকে তুমি বোবা করে দাও ।


বেদনার বুকে সেই কাব্যের শরীরে
বাল্মীকির মতো দেখে যাবো
শোকাচ্ছন্ন হৃদয়ের উজ্জ্বল সবিতা ।
যে বেদনার শত অভিঘাত ফেটে পড়ে বার বার
অনির্ণীত আবেগের অসীম দ্যুলোকে
ছুঁয়ে যাবো তার গভীরতা ;
লিখে রেখে যাবো আমি জীবনের প্রথম কবিতা ।


**************************************