হে দারিদ্র্য ,তোমারে চায় না কেউ
চায় শুধু কুবেরের ধন,
আমি তো চেয়েছি তোমায়
জ্বালা নিয়ে মনে সারাক্ষণ ।
প্রিয়ারে নিয়েছ কেড়ে অসময়ে
তবু মনে আছো আজো তুমি ,
তোমার বুকের মাঝে শুধু কী
ক্ষুধার ধূসর মরুভূমি ?
তা নয় ,
তোমার কটাক্ষে আজো
অমানুষ মানুষের মতো কথা কয় ।
তোমারে চায় না কেউ
চায় এই উলঙ্গ বালক ,
ধনের সুন্দর দেহে দেখেছে সে
জীবনের নিষ্ঠুর কুহক ।


কানে কানে বলো
তুমি কী নেবে ধনের সম্ভার ?
অর্থ কীর্তি সচ্ছলতা সব কেড়ে নিতে পারো
শুধু ফিরিয়ে দাও প্রিয়ারে আমার ।


************************************