নিদাঘের কোলে সহসা দেখেছি সেদিন
রণাঙ্গনে নারী সব
পুরুষ বসেছে পদতলে ,
অশ্রু তার ঝরেছে বিরলে
তবু সে বহু কষ্টে ফুলগুলি করেছে চয়ন ;
নারী গাঁথেনি মালা ,চোখে তার মায়া আর অদ্ভুত মরণ ।
মায়ের মমতা দিয়ে
সন্তানেরে স্তন-দুগ্ধ দিতে ভুলে গেছে নারী
ভুলে গেছে সাজাতে কাজল ,
পুরুষ বসেছে পদতলে
চোখে তার নেমেছে বাদল ।


এবার জাগো মায়ের মমতা নিয়ে তুমি ,
পুরুষ বসেছে পদতলে
হৃদয়ে তার সাহারার মূক মরুভূমি ।


*************************************