নাচো উর্বশী ,নাচো স্বর্গের মা আমার
বিচ্ছেদ বেদনা নিয়ে বেহুলার মতো
শেষ নাচ নাচোতো এবার ।
দেবতারা থাকুক সুরলোকে
তুমি চলো মোর সাথে ধরাধামে স্নেহের ছায়ায় ,
দেবরাজ দেখুক এবার
শোকাশ্রুধারা বয়ে গেছে তোমার ঐ বিস্ফারিত স্তনাগ্র চূড়ায় ।
অশ্রুর স্পর্শে তোমার করুন হৃদয়
তাই নাচেরো তালভঙ্গ হয়
বেদনার শত অভিঘাতে ।
দেখাবো তোমাকে প্রেম আছে ফলে
শিশিরবিন্দুর মতো অশ্রু কথা বলে
প্রতিটি জীবের বুকে সুন্দর ধরায় ।
স্বর্গের পারিজাত ফুল না পড়ুক ঝরে
বেদনার স্পর্শে কোনদিন ,
তুমি চলো ধরাধামে প্রেমের মায়ায় ।
সময় হয়েছে যাবার
নাচো উর্বশী ,নাচো স্বর্গের মা আমার
বিচ্ছেদ বেদনা নিয়ে বেহুলার মতো
শেষ নাচ নাচোতো এবার ।
*************************************