তোমাকে পাইনি আজো তাই আমি
জীবনের সুখ আর দুঃখের মদিরা
পান করে রয়েছি বিভোর ।
দেখেছি পড়ন্ত রোদে নিস্তেজ লতার মতো
ভিখারিনী মুখ থুবড়ে পড়ে আছে পথে ,
কিংবা কোথাও ছুটেছে মানুষের আনন্দ লহরী
মোক্ষ মুক্তি রোধ করে দাঁড়িয়েছে জাগ্রত প্রহরী ।
সুখ আর দুঃখের পরপারে
মানুষের এত ভালোবাসা পথে ঘাটে পাবো নাকি ?
তারা আছে পাশে আমি বেঁচে আছি ,
শুয়ে আছি বেদনার বুকে
জীবনের অশান্ত অসুখে ।


মোহের জগতে দেখি সব আছে
আছে আজো বাঁচার আশ্বাস ,
ঝড়ে তুলে অনিবার মানুষের গুটিকয়
উত্তপ্ত নিঃশ্বাস ।
তোমাকে পাইনি আজো তাই দেখি
এ মাটিতে হাসি আর অশ্রুর জন্ম হয় ,
স্পষ্ট দেখি আমার বুকের কাছে
রূপে রঙে মানুষের সুখ আর দুঃখের বিলয় ।


************************************