***************************************
আজ মহুয়া গাছটার ছায়ায় শুয়ে পড়লে
সে আমাকে তারই মতো গাছ হতে বলে ,
এখন রোদ্দুরে গাছটার শীতল ছায়ায় বসলে
সে আমাকে শীতল ছায়া হতে বলে ।
যদিও তার দুটো ডাল ভেঙ্গে গেছে ঝড়ে
তবু পথিককে ছায়া দেয় , পাতাগুলি নড়ে ।
তার ফুল ফল হয় না কখনো , সধবার মতো সেতো নয়
বিধবার মতো রয়েছে একাকী , ছায়া দিতে করে না সে ভয় ।
মানুষের রূপ ছেড়ে আমাকে গাছ হতে বলে বার বার ,
বলেছে সে গাছ হলে দূরে যাবে  জীবনের কালো  অন্ধকার ।

গাছ হলে ছায়া দেব ,সকলে শুনবে সেদিন  পাখির কূজন
মানুষ বলবে এসে এই গাছ শান্তির প্রতীক , ধন্য তার সুন্দর জীবন ।

************************************