আকাশের পানে কেন তাকিয়ে আছিস  ?
          চোখের কোণে জল কেন   ?
   যে মেয়ে তোকে ছেড়ে চলে গেল
   তার জন্য এত মনমরা হয়ে থাকলে তুই জ্বলে যাবি  ।
  এ কী রসগোল্লা কিনে এনে তোর হাতে দেব  ?
                 এর নাম প্রেম ।


বড়জোর বলতে পারি তুই মাটির পানে কিছুক্ষণ তাকিয়ে থাকবি ,
দেখবি শহরের তলপেট চিরে বিপজ্জনক বাস চলে যাচ্ছে ,
         দিনমজুরেরা পরিশ্রান্ত দেহ নিয়ে
       দেহের কালি মুছে ফেলছে নদীর জলে ,
         এক ধর্ষিতা পাগলিনীর   মতো
              দিনরাত   কাঁদছে ।
     সারাদিন ভিক্ষা করে ক্লান্ত  হয়ে
   এক  ভিখারিনী গাছের ছায়ায় শুয়ে পড়েছে  ,
        ওদের কথা ভেবে কাঁদতে শিখবি   ।


         যে মেয়ে তোকে ছেড়ে চলে গেল
তার জন্য এত মনমরা হয়ে থাকলে তুই জ্বলে যাবি  ।
এ কী রসগোল্লা কিনে এনে তোর হাতে দেব  ?
                এর নাম প্রেম ।


বড়জোর বলতে পারি কিছুক্ষণ মাটির পানে তাকিয়ে  সবকিছু ভুলে যা  ।

******************************************************