এখনো তুমি যদি পাশে থাক অর্বাচীন নারী ,
তাহলে দুহাতে তুলে নিতে পারি
কৈশোরের মদির বিহ্বলতা  ।
তুলে নিতে পারি ভালোবাসার বুকে ঢাকা ছিল যত মদ
তার শীতলতা  ।
সেদিনের পাড়াগাঁর মেয়েদেরও ডেকে নেব
উষসী আকাশের ভালোবাসা কত ছিল বুকে  ,
কত ছিল সুখ কৈশোরের ঝঞ্ঝার অসুখে ।


তুমি যদি পাশে থাক পড়ন্ত বেলার  নিষ্প্রভ আলোকে
তাহলে আজই আমি গ্রামের  মাটিতে মিশে যেতে পারি ,
শুয়ে  যেতে পারি নিস্তেজ রোদের বুকে
ভুলে যেতে পারি ঝঞ্ঝাক্ষুব্ধ কৈশোরের ব্যথার ম্লানিমা ।
এখন কৈশোরের প্রেম অনেক কাছে মনে হয়
সে যেন ঘুমিয়ে আছে তোমার অজস্র চিঠির বানান ভুলের মাঝে ;
মনে হয় তাকে স্পর্শ করা যায়  ।


এখনো যদি পাশে থাক অর্বাচীন নারী
জোনাকির আলো নিয়ে বুকে নিয়ে চাঁদ ,
নিঃশব্দে তোমার কোলে মাথা রেখে শুয়ে যাবো রাতের আঁধারে ,
গাঢ় আলিঙ্গনের বুকে অজান্তে নীরবে যাবো মরে  ।
জানি আমি ,আজ এই পড়ন্ত বেলায় আমার শরীরে
হাসিবে না তোমার সপ্রতিভ হাত  ,
তবু তোমার ভালোবাসা পেয়ে
ভুলে যাবো কৈশোরের প্রেমের আঘাত  ।


*********************************************