লোকটা দাঁড়িয়ে রয়েছে
নির্জন শ্মশানে চিতার দিকে চোখ রেখে
সারাদিন দাঁড়িয়ে রয়েছে
সবুজ শস্য নয়, কোলাহল নয়
শূন্যতায়  রয়েছে একাকী
পার্থিব সঞ্চয় সব কোলাহল ওর দিকে
মুখ ভেংচে আছে।
অসীম শূন্যতা কী মানুষ বোঝে না?
কেন শুধু বোঝে পার্থিব সঞ্চয়?


এর উত্তর খুঁজতে খুঁজতে শূন্যতায় ভরে ওঠে
তার চুতুর করতল, নিঃস্পৃহ অঙ্গুলি।