কিছুই শিখিনি আজো
শুধু স্বার্থ আর ঈর্ষা ঘৃণা ছাড়া ।
শৃঙ্খলিত মানুষের করুণ ক্রন্দনে যে আকাশ ভেঙ্গে পড়ে
নির্নিমেষ রাতের গভীরে
সেই শব্দ কান পেতে কে শুনেছে কবে ?
কিংবা আলোকের বুক চিরে
বিবসনা নারীর দেহে যখন হয় কশাঘাত
কার বুক ভেঙ্গে গেছে ? কার ভেঙ্গে গেছে দুটি হাত ?
শুনে আসছি চিরকাল
বড় মানুষ হও ,
অন্যায়ের প্রতিবাদ করো
প্রতিরোধ করো
আবশ্যক হলে প্রতিশোধ লও ।


তবু যুগ যুগ ধরে স্বার্থ আর ঈর্ষা ঘৃণা ছাড়া
কিছুই শিখিনি ।
জাগেনি হৃদয় ,
মনে হয় যুগল ভুরুর মাঝে
কে যেন এঁকে দিয়ে গেছে শুধু ক্ষয় ।


**************************************