যে মানুষটি পুঁথিগত শিক্ষা নিয়ে বড় চাকরি পেয়েছিল
ডিগ্রীর আঁচে তার মনুষ্যত্ব কখন জ্বলেছে বুঝতে পারেনি ।
পায়নি খুঁজে মানে
অত্যধিক ফল ভারে গাছগুলি কেন নুয়ে পড়ে ।
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে শুয়েছিল গোপাল আমার ,
ক্ষুধার্ত বাবা মায়ের কান্না  শুনে
শিক্ষিত বিবেক তার হয়নি জাগ্রত ।
ভুলে গিয়েছিল পাখিগুলি কেন গায় গান
চাষির ঘামের গন্ধে কেন আজো শস্যক্ষেত্রে ভরে ওঠে ধান ।
উচ্ছিষ্ট ভাতের লোভে যে সব ভিখারি মারামারি করে অবিরত
তা দেখে হয়নি কখনো তার হৃদয় বিক্ষত ।


অহংকারে স্ফীত হয়ে দেখেনি সে
লাঙ্গলের ফলায় লেগে হাসছে অরুণ
সে শুধু বই পড়ে শিখেছিল
দেহে মনে পথে ঘাটে জ্বলছে আগুন ।


*************************************