ভালোবেসে যে মেয়েটি বেঁধেছিল ঘর
দু বছর স্বামীটিকে রেখেছিল বুকের উপর
ছেড়ে গেল অবলীলাক্রমে ।
কোনদিন সেই ঘরে আর
দেহ তার সইবে না কামনার তীক্ষ্ণ প্রহার ।
বৃষ্টির জলে ধুয়ে যায় চিতাভষ্ম জমা থাকে যত
ধুয়ে দিতে পারে কী সে বেদনার ক্ষত ?
যে মেয়েটি ছেড়ে দিল ঘর
হয়তো তার মুছে গেল কামনার তীক্ষ্ণ প্রহার আর স্বামীর সোহাগ
মুছে কী সেই  হৃদয়ের দাগ ?
হৃদয় আজ  ভুলে গেছে ভালোবাসা
ভালোবাসে নিষিক্ত ভোগের মাঝে বিকীর্ণ জীবন ,
পৃথিবী বলছে কানে নেমেছে আঁধার
মিলনের দিন শেষ বিচ্ছেদের সময় এখন ।


*******************************