চলে যাও ইংরেজের আদরিণী মেয়ে
তোমার ঐ সপ্রতিভ শ্বেত বাহু দুটি
কেন আজ রেখে যেতে ইচ্ছে করে হৃদয়ে আমার ?
বনের পাখি তুমি , নীলাকাশ স্বাধীনতা কেন দিতে ইচ্ছে এই বুকে ?
জরাগ্রস্ত এক অশক্ত পাখিকে ?
তোমার ঐ শ্বেত দুটি বাহু
গিলে দেবে হৃদয়ের প্রেমহীন রাহু ।
উড়ে যাও নীলাকাশে তুমি
এই খাঁচা প্রেমহীন হৃদিহীন শুধু মরুভূমি ।
কাকে আর দেবে মৃগনাভি ?
কাকে আর বেসে যাবে ভালো ?
ন্যুব্জতায় যে আঁধার নেমেছে খাঁচায়
যে বিষ জরাগ্রস্ত পাখির নিঃশ্বাসে
সেই বিষে হয়ে যাবে নীল ।
বনের পাখি তুমি , উড়ে যাও নিমেষে এখনি
বুকে নিয়ে নীলাকাশ স্বাধীনতা সেই ভালোবাসা ,
নিশ্ছিদ্র অতল আঁধারে খাঁচার পাখি একা শুয়ে থাক
বুকে নিয়ে নিরাশার নির্বিকার নির্বাক তমসা ।


**************************************