তোমার প্রেমের পশরা নিয়ে শুধু একবার
অরণ্যের নৈঃশব্দ্যের কাছে এসো
একবার তাকে দেখো ।
আমি সেই চোখে দেখবো কিশলয়ের অদ্ভুত ইশারা
বনের মর্মরধ্বনি
খুঁজে পাবো শোভন বনানী ।
ভালোবাসা দিতে মানুষ হাঁটে না আজ
তুমি অরণ্যকে ভালোবাসো সুরভি আমার
আমি তোমার হাতে দেবো পূর্ণিমার চাঁদ
আমার হাতে পোঁতা কৃষ্ণচূড়ার ফুলের বাহার ।
মরে যাবে বস্তু-বিশ্বের আকাঙ্ক্ষার তৃষা
অর্ধনিমীলিত চোখে খুঁজে পাবে অসীমের ভাষা ।


**************************************