আমার মতো কেউ
কবিতার বুকে যদি রাখে তার হাত বারোমাস
তার কবিতারাও ভুলে যাবে এই সব ঘাস ফুল নক্ষত্র আকাশ ,
ভুলবে না জীবনের কঠিন আঘাত
ভুলে যাবে উজ্জ্বল প্রভাত ।
দেখবে শুধু ক্রন্দনরতা নারী
উজ্জ্বল স্বপ্নের গতিশীল নদী দুরন্ত মৃত্যুর কোলে থেমে গেছে
চারপাশে বেদনার অতন্দ্র প্রহরী ।
আমার মতো কেউ কবিতা লিখে যদি
তার কবিতারাও ভুলে যাবে কল্পলোক
মায়াময় পূর্ণিমার চাঁদের আলোক ।
পাবে শুধু রান্নাঘরে মেয়েলি হাতের গন্ধ
দেখবে দুমুঠো ভাতের লোভে
অস্থিচর্মসার ভিখারী রয়েছে বসে দুটি ,
ফুল নয় পাখি নয় চাঁদের আলোক নয়
চারপাশে ছড়িয়ে আছে মৃত মানুষের অসংখ্য করোটি ।


**************************************