এই আমিত্ব সারাদিন দেহে মনে করে কোলাহল
নিয়ে তার সব ছল বল ।
যে দীপ জ্বালাতে চেয়েছি আমি আসন্ন সন্ধ্যায়
সে থাকায় বার বার নিভে আজো যায় ।
হৃদয়ে হৃদয়ে আমি পারিনি ফোটাতে ফুল
পারিনি রাখতে এই হাত ,
সে এসে বাধা দেয় দেখায় আমারে সদা স্বৈরিণী প্রভাত ।
পারিনি জ্বালাতে দীপ হৃদয়ের দ্বারে দ্বারে রোজ
তমিস্রায় ডুবে আছি পাইনি এখনো আমি সুন্দরের খোঁজ ।
নিঃশ্বাসে নিঃশ্বাসে জাগে বিষ ধিক এ জীবন মনে হয়
দিনান্তে বিষাদ জাগে , মনে আজ জেগে আছে ভয় ।
সুন্দরের ধ্যান সে নিরালায় ভেঙ্গে দিয়ে যায়
দলিত মথিত করে অকস্মাৎ আমারে কাঁদায় ।


মরে গিয়ে বেঁচে আছি ডুবে আছি তমিস্রার বুকে
অভিশাপ বুকে নিয়ে আমার আমিত্ব যাক সতত নরকে ।


************************************