এসো চয়নিকা,জীবনের পথ ধরে হাঁটি।
মৃত্যুর বিভীষিকা থেকে অনেক দূরে,
ভালোবাসার বাসরপ্রদীপ জ্বলে যেখানে।
সে পথের ধুলোয় মাখামাখি দুটো জীবন,
স্বপ্নের মত রঙীন ডানা মেলে উড়ে যাবো দুজন।
যখন মৃত্যু আসবে দস্যুর মত এ পথের মাঝে,
আমাদের প্রেমের সফরে তাকেও করবো সামিল।
আমাদের লাল নীল ভালোবাসার কাছে এসে
ধরা দেবে মৃত্যুর সাদা কালো অবতার।
তখন তোমার আঁচল দিয়ে ঢেকে রেখো প্রেমের শিখা,
তোমাকে তো আমার সাথে এখনও হাঁটতে হবে -চয়নিকা।