তুমি দেখা দিয়েছিলে বৈশাখের দ্বিপ্রহরে,
একরাশ হিমেল বাতাসের পরশ নিয়ে।
শরতের শিউলি ঝরা সকালে আগমণী গান হয়ে-আমার হৃদয়ে।
সেদিন হঠাৎ বর্ষা নামলো অঝোরধারে।
তুমি যেন ভাসিয়ে নিয়ে গেলে দুর বহুদুরে।
আবার বসন্তের প্রেমভরা বিকেলে শুনিয়েছিলে ভালোবাসার গান-অফুরান।
সহমরণের দিব্যির মত লেগেছিল সে অস্ফূট ভালোবাসা।
আমার কবিতারা জানে তোমার কথা।
তারা কান পেতে শোনে রোজ অবকাশে।
তোমার কলকাকলিধ্বনি বাজে বাতাসে বাতাসে।
হারিয়ে গিয়েও হারায়নি আজো সে প্রেম।
অমর হয়ে আছে আজো সে অব্যক্ত ভালোবাসা।