তখন সত্যিই একটা স্বপ্ন দেখতাম আকাশ ছোঁয়ার,


প্রবল প্রতিকূলতার মাঝেও সব কিছু জয় করার


স্বপ্ন।


নব্বই দশকের শুরু,বিবিধ


ভারতী,আশিকী,সাজন,দিওয়ানা।


ড্রয়িং রুমের বোকা বাক্সের সাথে আলাপ তখনও


আমার হয়নি,


আমোদ প্রমোদের শেষ কথা ছিল আকাশবাণী।


ইডেন উদ্যান থেকে যুবভারতী,বীরেন


ভদ্র,মান্না,হেমন্ত,কিশোর কুমার।


আমার ছেলেবেলা মানে কোনও এক গাঁয়ের বধূ,এই


মেঘলা দিনে একলা,


আমার ছেলেবেলা মানে সবুজ মেরুন আবেগ,মোহনবাগান।


আরো ছিল কত কিছু – রুমালচুরি খেলা,


গীটার কাঁধে নচি দা,সুমন – কত সুরের মেলা।


আমার ছেলেবেলায় মিশে ছিল মাটির গন্ধ।


আজ বাস্তবের কড়া অনুশাসনে সেই মাটির গন্ধ টাই


উধাও,


আজ শুধুই বোকাবাক্সের রাজত্ব।


আজকের ছেলেবেলা কৃত্রিমতায় ভরা,


সত্যি,বাস্তবটা আজ বড্ড বেশী কড়া।