হয়তো তোর জীবন জুড়ে
ভালোবাসার ছড়াছড়ি।
তার কয়েকটা ফোঁটা ছিটকে এসেছে
আমার ভাবনাতে।
তাই আমার কোনো কবিতা
তোকে ছাড়া হতে পারে না।
তুই রাতের আঁধারে জোনাকির রোশনাই।
তুই আ্যালকোহলের নেশায় মত্ত
যুবকের সুস্থ হবার গান।
আমার কোনো দীপাবলীর রাত
তোকে ছাড়া হতে পারে না।
তুই আধপোড়া কোনো আতসবাজির
আবার জ্বলে ওঠার বাসনা।
আমার কোনো জন্মদিনের সকাল
তোকে ছাড়া হতে পারে না।
তুই শুভেচ্ছার জোয়ারে ভেসে যাওয়া
ইনবক্সের মাঝে একটা জ্বলন্ত জ্যোতিষ্ক।
আমার কোনো স্বপ্নের মায়াজাল
তোকে ছাড়া হতে পারে না।
তুই স্বপ্নে বারবার দেখা
পরিচিত গ্রামের পুকুরপাড়।
সেইসব জীবন মরণের গল্প,
সেইসব হারিয়ে যাওয়ার গল্প
তোকে ছাড়া হতে পারে না।