আমাদের এই গল্প টা বোধ হয়
লেখা হয়ে গিয়েছিল বহু যুগ আগে।
কোন এক প্রাচীন সভ্যতার
পাহাড় ঘেরা ছোট এক নগরীতে।
যেখানে নগরের বুক চিরে চলে গেছে এক আঁকাবাঁকা নদী।
অববাহিকায় জন্ম নেওয়া জনপদ,
হাজার মানুষের কোলাহল
মিশে যেত আকাশের বুকে।
আমাদের ভালোবাসার গল্পের ধূসর পাণ্ডুলিপি আজ ও
পড়ে আছে সে সভ্যতার ধ্বংস স্তূপে-----আদিম অন্ধকারে।
আজ চলো ফিরে চলি সে নগরীতে।
ভালোবাসার ধ্বংস স্তূপের উপর তুমি আমি দাঁড়িয়ে সভ্যতার অহংকার নিয়ে।