হে বৈশাখ!
বছর ঘুরে চৈত্রের খরতাপে পুড়ে
তুমি এসেছো আবার ফিরে-
নব চেতনায় 'নববর্ষের' সাজে বাঙালির তরে।


বৈশাখ তোমার আগমনে-
পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে,
নতুন স্বপ্নে বিভোর হয়ে-
মাতবো এবার নতুন করে সাম্যে'র জয় গানে।


বৈশাখ তোমার স্নিগ্ধ ছোঁয়ায়-
নব প্রভাতের আলোয় আলোকিত হবে বাংলার আকাশ,
মেতে উঠবে বাঙ্গালী সব, আনন্দেতে হেসে-
নাচে গানে উল্লাসে বর্ষ বরণের মঙ্গল শোভা যাত্রায়।


বছর ঘুরে বাঙালির ঘরে আবার তুমি এলে
নতুন বছরের প্রথম দিনে-
এসো ভুলে যাই যত জাতি, বর্ণতার বিদ্বেষ,
মিলি সবাই বর্ষ বরণের ছায়া তলে।