একটা ছন্দ মনে আসলো,
সেই লিখতে বসা।
ছন্দ দুর্বল গন্ধের অভাব,
বাক্য মিলে না।


উচ্চারণে ভাঙ্গে দাঁত, শব্দ বুঝতে পারি না!
গল্প হলো কবিতা হলো,
হলো উপন্যাস।
এত সবের শব্দ পেলাম দাঁত ভাঙ্গলো না।


উচ্চারণে পেট ব্যথা কই তে পারি না,
এত কঠিন বাক্য ওহে
জানা ছিলো না।


রাশি রাশি মিলে গেছে শব্দের জঞ্জাট,
উচ্চারণ হয় না!
মুখে তরঙ্গের অভাব।


একটা ছন্দ গন্ধ পেলো এবার মিললো লাইন।
ছন্দ, চন্দ্রা, কেন্দ্রবিন্দু রে কয়। ওহে বিশেরঘয়েই নয়, ওই ৎ ত দিয়েই শেষ হয়।