স্বপ্ন বড়, আশা অনেক, ঈদ এলেই হয় কষ্ট।
অহত জীবন, ক্ষুধার্ত পেট, এভাবে যুদ্ধ করে কতটুকুই বা চলত।
অন্যের শরীর দু’চোখে পরে, চৎ চৎ করে আর জ্বলে,
মোর দেহ, ধুলো বালিতে ভরা, ছিঁড়ে জামাও পরা!!
একটুও তো শখ করে, মোর দেহ যেন চৎ চৎ করে।
কোথায় মেলে চৎ চৎ?
শুনেছি,
টাকা নামের নোট, যেখানে পরে ঝড় ঝড়ে, সেখানটা নাকি জ্বলে আর চৎ চৎ করে।
নেই যে আমার ঝড়ে পরার নোট, তাহলে জ্বলবে না মোর দেহ, করবে না চৎ চৎ??