সময় মধ্য রাত অগোছালো ছিল,
তখন নিজের মধ্যে প্রস্তুতি ছিল না।
অনেক কথা বলার মত ছিল,
বলা হয়নি।


বিদায় ছিল বাকি, যা ছিল শেষ রচনা।
মনের মধ্যে ব্যাকুলতা অস্থির,
সুতোর বাধন গুলো একটু একটু করে খুলে যাচ্ছে,
আমি ওই বাধন গুলো ধরে রাখার অযোগ্যে
প্রমাণিত।


ভূমিকার গাইট যদি সূচি হয়, বিদায়ের গাইট তবে শেষ।
অপেক্ষায় রইলাম শেষ ঠিকানায়,
বিদায়ের ঘন্টিতে,
অস্তপারের ঐ ডুবন্ত সূর্যের মতো,
ডুবে যাবো কোন রাত্রির আধারে।


এবেলা সন্ধ্যা,
ভাল হউক সব কিছু,
কণ্ঠে উঠুক ভিন্ন সুর,
নাচো নিত্য তালে অন্য কারো সুরে