কবিতা তার ভীষণ প্রিয়
এ কথা কিভাবে আমি জেনে গেছি !
তারপর থেকে শুধু কবিতা ভালোবাসি
রাত দুপুরে সকাল সাজে শুধু কবিতা
ইচ্ছে করে একটা আস্ত কাব্য গ্রন্থ
তার নামে উইল করে দেই
যত সমার্থক শব্দ আছে তার নামে
কবিতায় শুধু সেগুলো ব্যবহার করতে ইচ্ছে করে
তার প্রিয় কবি, তার প্রিয় কবিতা
তার ভালোলাগা তার ভালোবাসা
সবকিছু কেমন আপন লাগে
তাকে ভালোবাসার পর
তার প্রেমে পড়ার পর
সবকিছু কেমন যেন ভালো লাগে
তার পছন্দের রং তার পছন্দের বর্ণ
তার পছন্দের ধর্ম সবকিছু আপন করে ফেলেছি
এমনকি তার পছন্দের ফুল
তার পছন্দের জায়গা
সবকিছু ভালো লাগে
এমনকি তাকে যে প্রেম করে
তাকেও ভালো লাগে
ভ্যাপসা গরম, শুষ্ক ঠাণ্ডা
প্যাচপ্যাচে বর্ষাও ভালো লাগে
এত কিছুর পর সে জানে না
আমি তাকে জানতে দিইনি
আমি চাইনা তার জীবনে আমূল পরিবর্তন আসুক
আমি চাইনা আমি চাইনা সে আমাকে ভালোবাসুক