সে যখনি আসে ফুল নিয়ে , ফুলের ঘ্রাণ নিয়ে
কখনো বসন্ত হয়ে , কখনো প্রখর গ্রীষ্ম
কখনও কাঁটা  গোলাপ,কখনও গন্ধরাজ গাঁদা
অন্তত বুনো ফুল আনতে কোনোদিন ভোলেনি
কয়েকটা ফুল আমাকে নিক্ষেপ করে
মনের রাগ টা পুষিয়ে নিতো
চাপা রাগ , আড় চোখে চাহনি
শুধু এটাই বলতো আমায় দেখলে ভীষণ রাগ হয়


মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসিলাম, কেনো?
অবাক আর নিরুত্তর হয়ে বিদায়


সেবার আমার সাদা পোশাকে কিছু গোলাপ পাপড়ি
ঘষে  কয়েকটা দাগ কাটলো
আর একদিন অপরাজিতা ঘষে দিলো
কেমন লাগে দেখো?
বললাম বেশ ভালই , দাগ যদি ফুলের হয়
সেই ফুলে তোমার হাতের ছোঁয়া থাকে
তাতে দোষ কি?
সে জানতে চেয়েছিল কোন ফুল পছন্দ?
উত্তরে বলেছিলাম সব ফুল!আর তোমার?
গোলাপ ? নীরব সম্মতি দিয়ে আবার প্রশ্ন
সব ফুল কেনো ?
নির্দিষ্ট হলে ক্ষতি টা কি ?
সবার মাঝে তোমার কোমলতা খুঁজে পাই তাই


মোটেও খুশী না হয়ে গোমড়া মুখে বিদায়
আসলে আমি বুঝিনি বা চেষ্টা করিনি
তার রাগের গহীন সত্য
স্মৃতির খসড়া হাতড়ে কিছুই পায়নি
শুধু একটু আভাস পেয়েছিলাম
আমার ভালো বাসার তালিকায় যে ফুল ছিলো
তার নাম নির্দিষ্ট ছিল না !
তাই বুঝি এত রাগ এত অভিমান