এখানে আকাশখানি নীল
মিশে গেছে দিগন্তে
রৌদ্র-ছায়া, মেঘের ভেলায় করে মিছিল
দিনের অন্তে
মন ছুটেছে মেঘের কাফেলায়
যাবে নীলের সিমান্তে
নীল মিলেছে গৌধুলির ছায়ায়
মিশে যাবে মোহিনীর প্রান্তে।
নীলাভ রক্তিম ঐ আভা
মোহিত করে মোহনায়
অবগহনে দেখেছি সে শোভা
অপরুপ এই সন্ধায়
আমি তো চলেছি ভেসে
হাওয়ার ডানায়
সপ্তকাশে নীলের পাশে
মষিমাখা অজানায়;
হঠাৎ-ই এল যে বৃষ্টি
কালো করে আসমান
ভেঙ্গে গেল মোর সৃষ্টি
তবু, এখানেও আমি ভাসমান ।