দিন দিন আমার আবদার বেড়ে যাচ্ছে
পোষা বেড়ালের মত,
দিন দিন আমার স্বপ্ন লাগামহীন  হচ্ছে
হাওরের বেহয়া জলের মত,
দিন দিন আমার ভালোবাসা মেয়াদ উত্তীর্ণ হচ্ছে প্যাকেটজাত খাবারের মত,
দিন দিন আমার অভিমান ভয়ংকর হচ্ছে
পারমাণবিক বোমার মত।


মনোলীনা,
আমি সাধারণ মানুষ,
আমি সাধারণ প্রেমিক।


আমি  অল্প পেলে আরো বেশী দাবী করি,
আমাকে দাবীকৃত কিছুই দিলেনা তুমি,
আমি স্বপ্নে তোমাকে আগোছালো করে দেই,
তারপর তুমি হয়ে যাও আমারই মত
সাধারণ  মানুষ, সাধারন পেমিকা


এক সময় আমার ভালোবাসা
সাধারন প্রেমিকের মত স্বপ্নেই শেষ হয়ে যায়,
আমার ঘুম ভাঙলেই তুমি
আবার অসাধরন হয়ে যাও।


গোছালো তুমি খুবই অসাধারণ,
ভিখারির মত তোমার আশেপাশে ঘুরি,
তোমার ফিরে দেখার সময় হয়না,
তুমি কখনোই সাধারণ প্রেমিকা হলেনা,
আমার অভিমান তখনই বাড়তে থাকে।


মনোলীনা,
আমেরিকা আর রাশিয়া আমার অভিমানকে ভয় পায়,
জাতিসংঘ যে কোনো সময় আমার অভিমানের
উপর অবোরধ আরোপ করবে,
পারমাণবিক বোমার মত ভয়ংকরী আমার অভিমান।


মনোলীনা,
আমার অভিমানে আমি লুকিয়ে রাখি
নিজের ভিতর আমি পরীক্ষা করি অভিমানের ক্ষমতা,
তারপর আতংকে কুকড়ে যাই।


মনোলীনা,
প্রতিবারই ভয় পাই,
সবাই আমাকে দোষারোপ করবে,
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আমার অভিমানের কারনে।
-------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
২৬/০৪/১৭