. যদি কোন দিন
ফের
পুরনো প্রেম নিয়ে,
দেখবে আমি একই
আছি
শুধু তোমার জন্যে।
এখন ভীষণ নির্জনে,
নৈসর্গিক-
আশা বুকে রেখে,,
শুধু তোমায় খুঁজি,
আসবে-
তুমি কোথা থেকে?
ক্লান্ত শরীরে পরিশ্রান্ত
মনে
আমি মাঝ রাতে,
মন প্রাণ আলোড়িত
স্বপ্ন
স্মৃতির তুমি অনুভবে।
ভালোবাসার পরশ মেখে
গায়ে
হাতে হাত রেখে,
ভোরের শিশির ভেজা
জলে
আসবে তুমি ফিরে।
শেষ হবো আমি
কেঁদে-
কেঁদে ক্ষয় হয়ে,
অসীম ভালোবাসা পড়ে
লুটিয়ে
আমার শরীর বেয়ে।
আমার আলোড়িত মনের
একটি
শেষ অভিপ্রেত হবে,
তুমি আসবে ফিরে
একবার
হলেও এই বাস্তবে।।