জল -
তুমি তারই রূপ ধরো
যে আধারেই তুমি থাকো,
তুমি যে তৃষ্ণার্ত পথিকের
পিপাসা মিটিয়ে থাকো।
জল -
তুমি বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরো
সবুজ বনানীকে শান্ত রাখো।
তুমি কি জান তোমার অপর নাম জীবন?
প্রানী কোষ কে জীবিত রাখো?
জল -
তুমি পৃথিবীর তিন ভাগ হয়ে
একভাগ স্থলকে আগলে রাখো,
তুমি বুঝি নদ- নদী হয়ে
নীল সমুদ্রের মোহনায় গিয়ে পড়।
জল -
তুমি আবার শীতল কঠিন হয়ে
শ্বেতকায় পাহাড় চূড়ায় থাকো,
তুমি ওই উঁচু পাহাড় পর্বত থেকে
শুভ্র ফেনীর ঝর্ণা হয়ে ঝড়ো।
জল -
তুমি হও জলযোগের মাধ্যম
কত কি বহন করো কিছু বলো নাকো,
ওই জল, তুমি যে  শান্তির প্রতিচ্ছবি
এক ফোঁটাতেই মুমূর্ষু কে চির শান্ত করো !!