বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
মেঘলা আকাশ সারা দুপুর।
সকাল থেকে ঝরছে বারি,
সূর্যি মামার সাথে আড়ি।  
ভড়ছে খাল বিল জলাশয়,
পথ ঘাট জলে জলাময়।
নদী ফুঁসছে প্রবল জোয়ারে,
খেয়া ঘাটে মাঝি নাইরে।
খেয়া পারাপার হয়েছে রুদ্ধ,
যাত্রী শূন্য নৌকা বন্ধ।
চাষী আজ হর্ষ মুখেতে,
লাঙল কাঁধে ছুটছে মাঠেতে।
গাঁয়ের রাখাল দাঁড়িয়ে মাঠে,
গরুরপাল নিয়ে ভিজছে সাথে।
চমকিত গগনে গুরু গুরু স্বরে,
বিকট আওয়াজে বাজ পড়ে।
কালো মেঘে আকাশের গায়,
দূরে শঙ্খচিল উড়ে যায়।
ময়ূর নাচতে পেখম মেলেছে
এবার বুঝি বর্ষা এসেছে ।।