আরে আরে দেখো চেয়ে, এযে চড়ুই পাখি,
তোমায় মোবাইলের ক্যামেরায় ধরে রাখি।
বাদামী ধূসর বর্ণের ছোটখাটো তুমি,
ছোটবেলায় তোমায় খুব দেখতাম আমি।
আজকাল তোমার দেখা মেলা ভার,
কুফল নাকি এটা, মোবাইলের ব্যবহার !
অতীতে শুনেছি তোমার রূপকথার গল্প,
আমেরিকা, অস্ট্রেলিয়াতেও আছে অল্প।
বাবুই এর সাথে তোমার ভীষণ রেষারেষি,
প্রভাতে দেখি মানব বসতির পাশাপাশি।
বাবুই নিজের বাসা বনে, তাল গাছেই থাকে,
তুমি থাকো গৃহবাসী অট্টালিকার ফাঁকে।
শস্য দানা ও আগাছার বীজ খাও সুখে,
সুযোগ পেলে পোকামাকড় ঢোকাও মুখে।
বিড়াল,  বাজ, প্যাঁচা যে তোমার ভক্ষক,
হারাতে দেব না তোমায়, আমরাই রক্ষক।।